গিয়াস কাদেরের নির্দেশে হামলা, দাবি গোলাম আকবরের

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর (গত রাতে পদ স্থগিত করা হয়) নির্দেশে এবং গিয়াস কাদেরএর কর্মীরা হামলা করেছে বলে দাবি করেছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। আজাদীকে তিনি বলেন, স্বৈরাচার ১৬১৭ বছর যে কর্মকাণ্ড করেছে, আমাদের দলে থেকেও গিয়াস উদ্দিন কাদের একই কর্মকাণ্ড করছে। জেয়ারত করতে যাচ্ছি সেখানেও বিনা উসকানি ও বিনা প্ররোচনায় হামলা করছে। তার নির্দেশে হামলা হয়েছে।

গোলাম আকবর খোন্দকার বলেন, কিছুদিন আগে মারা যান মহিউদ্দিন আহমেদ, যিনি দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতি ও জেলায় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওনার জানাযায় অংশ নিতে পারিনি। তাই ওনার কবর জেয়ারতের সিদ্ধান্ত নিই। স্বাভাবিকভাবে আমার সঙ্গে নেতাকর্মীরাও ছিলেন। বিষয়টি প্রশাসনকেও অবহিত করি।

তিনি বলেন, সকালে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর একটি নোট পেয়েছি। তিনি (গিয়াস কাদের) তার কর্মীদের বলছেন, মিছিলমিটিং করে যেন সর্তার ঘাট থেকে মুন্সিরঘাটা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে।

গোলাম আকবর বলেন, ৫০৬০ জন সর্তারঘাটে ঘাপটি মেরে ছিল। আমরা যাওয়ার সময় তারা ইটপাটকেল দিয়ে হামলা শুরু করে এবং আমার গাড়ি ভাঙচুর করে। তখন আমি গাড়ি থেকে বের হলে আমাকে লক্ষ্য করে গুলি করে। আমি একটু সরে গেলে গুলি আমার ঘাড়ে লাগে। এসময় আমাদের ২০২৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়, তারা হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গতকাল বিকেলে রাউজানের সর্তারঘাট এলাকায় গিয়াস কাদের ও গোলাম আকবর খোন্দকার অনুসারিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় গোলাম আকবরসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন।

পূর্ববর্তী নিবন্ধআমি অসুস্থ, কী ঘটনা ঘটেছে জানতামও না : গিয়াস কাদের
পরবর্তী নিবন্ধচবিতে বহিরাগত ছাত্রলীগ কর্মী আটক