সীতাকুণ্ড থেকে প্রকাশিত পাক্ষিক গিরি সৈকত পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আজিজ মাহফুজ (৭৫) আর নেই। গতকাল শনিবার সকাল ৯টা নাগাদ মুন্সীগঞ্জের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুম আব্দুল আজিজ মাহফুজ সীতাকুণ্ডের আর আর টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আশির দশকে তিনি সীতাকুণ্ড থেকে সাপ্তাহিক বারুদ ও গিরি সৈকত নামে দুইটি পত্রিকা প্রকাশ করেছিলেন। সীতাকুণ্ডের সাংবাদিকতার বিকাশ এবং নতুন সাংবাদিক তৈরিতে তিনি এক অনন্য ভূমিকা রেখে গেছেন।
আবদুল আজিজ মাহফুজের মৃত্যুতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












