গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

প্রতিপক্ষের বিরুদ্ধে দেয়া বক্তব্য

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

প্রতিপক্ষের বিরুদ্ধে দেয়া বক্তব্য ‘দলের জন্য মর্যাদাহানিকর’ হওয়ায় বিএনপি’র ভাইসচেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। গতকাল বুধবার দেয়া এ কারণ দর্শানো নোটিশে স্বাক্ষর করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। বিএনপির কেন্দ্রীয় সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভশনকে সাক্ষাৎকার দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার। এ সাক্ষাৎকারে তারা যে বক্তব্য দেন তা দলের জন্য ‘মর্যাদানহানিকর’ বলে কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, ‘সমপ্রতি একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে, যা ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে যেভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূতভাবে বক্তব্য দেয়া হয় তা দলের জন্য মর্যাদাহানিকর। দলের জ্যেষ্ঠ নেতা দলের প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে অশিষ্ট শব্দ প্রয়োগ করেছেন, তা কোনো মতেই শোভনীয় নয়।’ সুতরাং কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে ৭২ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় নোটিশে।

এ বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আজাদীকে বলেন, যেহেতু আমি দলের একজন সিনিয়র সদস্য তাই সাংগঠনিক নিয়ম মেনে যথাযথ সময়ে নোটিশের জবাব দেয়ার চেষ্টা করব। কিন্তু একটি বেসরকারি টেলিভিশনের যে সাক্ষাৎকারকে কেন্দ্র করে নোটিশ দেয়া হয়েছে, ওই সাক্ষাৎকারে আমি কারো নাম উল্লেখ করিনি। টেলিভিশনটিতে সন্ত্রাসীদের যে কার্যক্রম দেখানো হয়েছে ওই সন্ত্রাসীরা কার, এই প্রশ্নটি করলেই আরো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেত। আর তখন আমিও হয়তো নোটিশ পেতাম না। আমার চারজন সমর্থককে হত্যা করা হয়েছে, হত্যাকারীরা তো চিহ্নিত।

এ বিষয়ে গোলাম আকবর খোন্দকার আজাদীকে বলেন, শোকজ হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়ার অংশ বিশেষ। কেউ সংগঠনের উর্ধ্বে নয়। সাংগঠনিক কর্মকাণ্ডে কোনো ত্রুটিবিচ্যুতি ঘটলে সংগঠন শোকজ করতে পারে। আমি শোকজের জবাব দিয়ে দিব।

পূর্ববর্তী নিবন্ধথানা থেকে লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
পরবর্তী নিবন্ধপরীক্ষার নির্ধারিত সময়ের আগে খাতা জমা দেয়ায় ২৯ শিক্ষার্থীকে বহিষ্কার