সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজানে অতীতে যা অন্যায়, অবিচার, অপকর্ম হয়েছে, তা অনুকরণ করবে না জাতীয়তাবাদী শক্তি। বিএনপির রাজনীতি সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাউজানে যারা সাংবাদিক রয়েছেন, তাদের মানুষের প্রতি দায়িত্ব রয়েছে। তাদের কাজ হবে মানুষ নিপীড়িত হলে তা তুলে ধরা। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালাবে। অন্যায়, অবিচারের প্রতিবাদ করবে। প্রয়োজনে আমাকে যেকোনো সমস্যা জানাবেন।‘
তিনি গতকাল বুধবার রাতে রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সভাপতি সরওয়ার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দীন মিঞাজি, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, আইন বিষয়ক সম্পাদক এ.কে বাবর, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, সদস্য মিলন বড়ুয়া, মোক্তার হোসেন প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।