গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশি তোরসা

| বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

ভারতের সবচেয়ে চমৎকার স্থানগুলোর মধ্যে অন্যতম হিমালয়ের কোলে অবস্থিত লাদাখ। এখানে ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় রয়েছে বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা উমলিং লা। সমপ্রতি এখানেই অনুষ্ঠিত হয়ে গেল একটি আন্তর্জাতিক ফ্যাশন শো। ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভালের অধীনে সর্বোচ্চ উচ্চতা উমলিং লাতে অনুষ্ঠিত ফ্যাশন শোটি বিশ্বের রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। ফ্যাশন শোতে সারা বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। এই মডেলঅভিনেত্রী ‘লাদাখ’এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ফ্যাশন শোতে অংশ নিয়ে মোট ১২ জন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, শোবিজ জগতের মডেলঅভিনেত্রী হিসেবে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে রাফাহ নানজিবা তোরসা। এমন সাফল্যে আনন্দিত তিনি।

তোরসা বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’র মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি এটা গর্বের। বিজিএমইএ এতে আমাকে বেশ সহযোগিতা করেছেন। প্রাপ্তিতে আশা করছি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগন অনেক বেশি খুশি হবেন। আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্টস সেক্টরে এমন আরও যেন প্রাপ্তি আনতে পারি এজন্য সবাই দোয়া করবেন। তোরসা আরও বলেন, বাংলাদেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার। কারণ, আমার জানা মতে এবারই প্রথম মডেলঅভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। তাই ভালো লাগাটা একটু বেশিই। এই ১২ জনকে আলাদা আলাদা সার্টিফিকেট প্রদান করা হবে। যা শিগগিরই আমরা হাতে পাবো।

পূর্ববর্তী নিবন্ধধীরে ধীরে চর দখল, সাথে সড়কটিও
পরবর্তী নিবন্ধএবার দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি