মীরসরাইয়ে বাড়ির আঙ্গিনায় ফুটবল খেলার সময় বৃদ্ধার গায়ে ফুটবল পড়ার পর কথা কাটাকাটিকে কেন্দ্র করে হামলায় দুই নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় এক নারীর কানের দুল ছিনতাইয়েরও অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।












