গায়েবি মামলায় নেতাকর্মীদের আটকে রাখার দিন শেষ

বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ

| শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, নেতাকর্মীদের উপর হামলা, হত্যা কিংবা গণগ্রেপ্তার করে কোনো অবস্থাতেই সরকার তাদের শেষ রক্ষা করতে পারবে না। নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন। এসময় আবু সুফিয়ান সরকার পতনের চলমান সংগ্রামে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকারও আহ্বান জানান।

জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট শওকত ওসমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গফফার চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, বাবু চন্দ্র গুপ্ত বড়ুয়া, নাজমুল মোস্তাফা আমিন, ইসহাক চৌধুরী, আইনুল কবির, এডভোকেট কাসেম চৌধুরী, মোস্তফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মন্নান, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব ওসমান গণি, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বোয়ালখালী পৌরসভা বিএনপির সদস্য সচিব শহিদুল্লাহ চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি সরওয়ারুল আলম, যুবদল নেতা চেয়ারম্যান মহসিন, এডভোকেট কাজি মুফিজুর রহমান প্রমুখ।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম বলেছেন, এদেশে আজ কারো জীবন নিরাপদ নয়। মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্তে লিপ্ত।

সেই পরিকল্পনার অংশ হিসেবে কাল্পনিক ও গায়েবি মামলা দায়েরের ঘটনা নিত্য ঘটছে। কিন্তু হামলা-মামলার মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। বিএনপি কোনো সময় আপোষ করেনি। এসব বানোয়াট মামলা দিয়ে তাদের ঘরে আটকে রাখার দিন শেষ।

ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস চৌধুরী, ইঞ্জিনিয়ার বেলায়েত, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, অধ্যাপক কুতুব উদ্দীন বাহার, আবু আহাম্মদ হাসনাত, মোহাম্মদ জাকের হোসেন, কাজী মহিউদ্দীন, মোহাম্মদ ছিদ্দিক, দিদারুল ইসলাম মাহমুদ, সরোয়ার সেলিম, মোহাম্মদ এজাহার, ফিরোজ আহম্মদ, এন এইচ বাবুল, সাবের সুলতান কাজল, মনছুর আলম, এম এ হাসেম, এম এ মান্নান, বদিউল আলম, সালামত উল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ৯৭ ব্যাচের চাটগাঁইয়া উৎসব ১৩ জানুয়ারি
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মানদৌস, সমুদ্রবন্দরসমূহে ২ নম্বর সংকেত