ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা, মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসাইন! এমনই গুঞ্জন ছড়িয়েছে। গত বৃহস্পতিবার সুবাহ নিজেই সামাজিক মাধ্যমে গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন। খবর বাংলানিউজের।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে সুবাহ বলেন, ‘হ্যাঁ আমাদের গায়ে হলুদ হয়েছে। তবে গায়ে হলুদের কথা স্বীকার করলেও বিয়ে কবে হয়েছে এ প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। এ নিয়ে চুপ রয়েছেন ইলিয়াস। ফোনে সাড়া দিচ্ছেন না তিনি। তবে একটি সূত্র জানাচ্ছে সুবাহ ও ইলিয়াস কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সময় কাছের কয়েকজন মানুষ ছিলেন। ইলিয়াস ও সুবাহ এখন একসঙ্গেই সংসার পেতেছেন রাজধানীর বনানী এলাকায়। এর আগে কঙবাজারের একটি হোটেলে অবস্থান করার ছবি প্রকাশ করেন সুবাহ। সেই ছবি সম্পর্কে সুবাহ ফেসবুকে লেখন, শুটিং টাইম। খোঁজ নিয়ে জানা গেছে সুবাহ ও ইলিয়াসের একত্রে কোনো শুটিংয়ের কাজ হয়নি। ইলিয়াস সংগীতশিল্পী হিসেবে বেশ নাম করেছিলেন ধরে তিনি সংগীতে নেই।












