গাড়ি, না বাড়ি?

| সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১১:০০ পূর্বাহ্ণ

লম্বায় ৪৬ ফুট, উচ্চতায় প্রায় ২২ ফুট, চওড়া ১৯ ফুট। এ গাড়ির পোশাকি নাম ‘হামার এইচ ওয়ান এঙ থ্রি’। গাড়িটি লম্বায় ৪৬ ফুট, উচ্চতা ২১.৬ ফুট এবং ১৯ ফুট চওড়া। গাড়ির চারটি চাকার প্রতিটির জন্য রয়েছে পৃথক ইঞ্জিন। অর্থাৎ, প্রকৃত অর্থেই ‘ফোর হুইলার’। এর ভেতরে রয়েছে দোতলা ব্যবস্থা। শোওয়ার ঘর, শৌচালয়, স্টিয়ারিং কেবিনসব মিলিয়ে বাড়ি না গাড়ি, বোঝা মুশকিল। দুবাইয়ের রাস্তায় এ গাড়ি দেখে ভ্যাবাচাকা খেয়ে যান ট্রাফিক অফিসাররাও। বিশেষ বরাত দিয়ে এটি তৈরি করিয়েছেন ২ হাজার কোটি ডলার সম্পত্তির মালিক শেখ হামাদ। তার গাড়ির শখ। সংগ্রহে রয়েছে ৩ হাজার গাড়ি। কোনওটিই সাধারণ নয়। বরং সব কয়েকটি কোনও না কোনও রেকর্ড গড়ে ফেলেছে। তিনি এগুলোকে রেখে দেন নিজের তৈরি করা মিউজিয়ামে। দুবাই ছাড়াও মরক্কোসহ একাধিক দেশে রয়েছে সেগুলি।

পূর্ববর্তী নিবন্ধহাইতিতে সন্তানসহ মার্কিন নার্স অপহৃত
পরবর্তী নিবন্ধউ. কোরিয়ার ‘পাগলা’ রকেট ব্যবহার করছে ইউক্রেন