নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার আগার মোড়ে লং ভেহিকেল চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম মো. সজিব। তিনি নোয়াখালী জেলার হাতিয়া থানার সুখচর এলাকার মো. আবদুর রহমানের ছেলে। থাকতেন নগরীর খুলশী থানাধীন এঙইএন কলোনি এলাকায়। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তারা হলেন নাহিদ হায়দার স্বাধীন ও মো. শাহিন আলম। তারা কুমিল্লার লাকসামের বাসিন্দা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন দৈনিক আজাদীকে বলেন, লং ভেহিকেলের সাথে একটি মোটরসাইকেলের প্রথমে ধাক্কা লাগে। এরপর ওই গাড়িতে পিষ্ট হন তারা। এতে সজিবের মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।