গাড়ি উল্টে ইটভাঙার মেশিনের নিচে পড়ে শ্রমিক নিহত

আজাদী অনলাইন | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৮:৫৭ অপরাহ্ণ

পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম মো. সোহেল (২৩) বলে জানা গেছে। তিনি ভোলা জেলার লালমোহন থানার ভাঙাপোল এলাকার পাঁচতান বাড়ির কবীর হোসেনের ছেলে।
আজ রবিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাংলানিউজ
নিহতের খালতো ভাই মো. ইসমাইল জানান, আটজন শ্রমিক ইটভাঙার মেশিন নিয়ে আসার সময় বিকাল ৫টার দিকে শান্তিরহাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মেশিনটি উল্টে যায়। এসময় মো. সোহেল মেশিনের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ইটভাঙার মেশিন উল্টে মো. সোহেল নামে এক শ্রমিককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধনিহত শ্রমিকদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে
পরবর্তী নিবন্ধফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় সাতকানিয়ায় দুই ভাই গ্রেপ্তার