এবার নোহা গাড়ির চেসিস ও মালবাহী পিকআপের স্টিয়ারিংয়ের ভেতর থেকে বেরিয়ে এলো ২০ হাজার পিস ইয়াবা। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত নারীসহ ৪ জনকে গ্রেপ্তার ও গাড়ি ২টি জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সাতকানিয়াস্থ নিজাম উদ্দিন এলপিজি ফিলিং স্টেশন এলাকায় গতকাল ভোরে ইয়াবা পাচারের গোপন খবরের ভিত্তিতে পুলিশি অভিযানে কক্সবাজার ছেড়ে আসা দ্রুতগামী নোহা গাড়ি (ঢাকামেট্রো- চ-১১-৯১৮৭) তল্লাশি করে গাড়ির চেসিস কেটে বিশেষ কৌশলে নেয়া ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের বানিয়া পাড়ার মৃত বাবুল চৌধুরীর ছেলে মোহাম্মদ চৌধুরী (২৯), কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ডের পুরাতন পাল্লান পাড়ার মনির আহমদের ছেলে মুহাম্মদ নুরুল কবির (২৫) ও এলাকার আলিয়াবাদের মৃত মোঃ ফোরকানের স্ত্রী দিলুআরা বেগম (৩৫)। এর আগে সাতকানিয়াস্থ মৌলভীর দোকান এলাকায় একটি মালবাহী পিকআপে তল্লাশি চালিয়ে স্টিয়ারিংয়ের ভেতর বিশেষ কৌশলে নেওয়া ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে অপর একদল পুলিশ। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত আবুল কালাম আজাদ প্রকাশ জিসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পিকআপটিও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জিসান কুমিল্লা চৌদ্দগ্রামের মুন্সির হাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিংরাই এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, পৃথক অভিযানে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ইয়াবা ব্যবসায়ী বলে জানান তিনি। এ বিষয়ে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।