গাড়িতে ভাড়ার চার্ট নেই, যাত্রীদের সাথে বচসা প্রতিদিন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন করে নির্ধারিত ভাড়া নিয়ে যেন যাত্রীদের সাথে গাড়ির চালক বা হেলপারের বচসা না হয় সে জন্য গণপরিবহনে নতুন ভাড়ার চার্ট ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কে শোনে কার কথা? আজো টাঙানো হয়নি ভাড়ার তালিকা। ফলে যাত্রীদের সাথে চলছেই ‘ঝামেলা’। ‘বর্ধিত ভাড়া’র চেয়েও বেশি ভাড়া নিচ্ছে চালক হেলপার-এমন অভিযোগ নগর জুড়ে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, আগামীকালের (শুক্রবার) মধ্যে সব গাড়িতে ভাড়ার তালিকা টাঙানো থাকবে। তিনি বলেন, আমরা তেমন সময় পাইনি। তাই ভাড়ার তালিকা টাঙানো সম্ভব হয়নি।
তবে পরিবহন মালিক শ্রমিকদের দাবি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন তার চারদিন অতিবাহিত হলেও এখনো তারা পায়নি। ফলে গণপরিবহনে তালিকা টাঙানো যাচ্ছে না বলে জানালেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা।

পূর্ববর্তী নিবন্ধভয়কে জয় করে টিকা নিল শিশুরা
পরবর্তী নিবন্ধচকবাজার কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজ ছাত্র আহত