‘গার্ল গাইডস্‌ মানবিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে’

ওমরগণি এম ই এস কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের গার্ল গাইডিং সমপ্রসারণের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ওমরগণি এম ই এস কলেজ মিলনায়তনে জেলা গার্ল গাইডসের উপদেষ্টা অধ্যক্ষ রীতা দত্তের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ওমরগণি এম ই এস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার গার্ল গাইডস্‌ সচিব মশফিকা বেগম, কোষাধ্যক্ষ নাজনীন ফাহমি, আঞ্চলিক অফিসের ট্রেইনার ইশরাত জাহান, শায়লা বেগম ও কাজী খায়রুনেচ্ছা আকতার প্রমূখ।
প্রধান অতিথি বলেন, গার্ল গাইডস্‌ের মাধ্যমে মেয়েদের সুপ্ত প্রতিভা বিকাশে উন্মেষ ঘটে এবং দায়িত্ববান নাগরিক হিসেবে সমাজে নারী উন্নয়নে তারা বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম হবে। চট্টগ্রামে গার্ল গাইডস্‌ মানবিক উন্নয়নে
বিশেষ ভূমিকা রাখছে। তিনি চট্টগ্রাম জেলায় গার্ল গাইডস্‌ কার্যক্রম আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। সভাপতি গার্ল গাইডস্‌ সমপ্রসারণে সকলের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাউজানে গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক