গার্মেন্টস সেক্টরে সহযোগিতা অব্যাহত থাকবে

বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবাগত কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা। গতকাল দুপুরে সংগঠনের প্রথম সহসভাপতি মোহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে বিজিএমইএ নেতারা দামপাড়া পুলিশ লাইনে কমিশনার কার্যালয়ে মতবিনিময়ে মিলিত হন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি এএম চৌধুরী সেলিম, পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক এবং এনামুল আজিজ চৌধুরী ও সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এসএম মোস্তাক আহমেদ খান ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আমির জাফর প্রমুখ।
এসময় বিজিএমই নেতারা চট্টগ্রামের গার্মেন্টস শিল্প সেক্টরে শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সিএমপি কমিশনারকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও চট্টগ্রামের গার্মেন্টস শিল্প সেক্টরে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

পূর্ববর্তী নিবন্ধতিন হাজার পিস ইয়াবাসহ চারজন আটক
পরবর্তী নিবন্ধসোশাল মিডিয়ায় অপপ্রচার চালালে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়