গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৪২ পূর্বাহ্ণ

গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসরিন রহমানের সঞ্চালনায় গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির ক্র্যাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান খান, ডক বন্দর অঞ্চল শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিন্দু ফাউন্ডেশনের পরিচালক জেড আর চৌধুরী বাবু, চট্টগ্রাম জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, বন্দর স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, ডবলমুরিং থানার সহ-সভাপতি মো. দেলোয়ার, মুহাম্মদ জাহাঙ্গীর এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শ্রমিকদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে ছাত্রকল্যাণ দপ্তরে বরণ ও বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধতিন যুগ পূর্তি উদযাপনের সূচনা অনুষ্ঠান করলো ক্বণন