গার্মেন্টসে চাকরি দেয়ার কথা বলে অনৈতিক কাজে বাধ্য

২ নারীসহ চক্রের ৬ সদস্য আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোরীদের জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার দায়ে ২ নারীসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-৭। গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হলেও র‌্যাবের পক্ষ থেকে গতকাল বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। আটককৃতরা হল মো. শহীদুল ইসলাম পরান (২৪), মো. মোশারফ হোসেন (২৫), রুমা (২২), শাহিন আলম (৩৪), মো. সুজন (২৮) ও ময়না বেগম (১৮)।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব, অসহায় ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাড়া বাসায় আটকে রেখে অসামাজিক কাজে বাধ্য করে। সেখান থেকে পালিয়ে এসে একজন ভিকটিম গত মঙ্গলবার আমাদের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওইদিন বিকেল ৫টার দিকে ভিকটিমের দেয়া তথ্যমতে, নগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে সুমন নামে এক যুবক কিশোরীদের এনে চট্টগ্রামে জড়ো করত। তারপর তাদের বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত করত। পরবর্তীতে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ভিকটিমদের গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করার কথা স্বীকার করে।

পূর্ববর্তী নিবন্ধজনসংযোগ সমিতির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধমুরাদের বিরুদ্ধে মামলার আবেদন চট্টগ্রামেও খারিজ