গার্মেন্টসের দুই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

এক্সিম ব্যাংক আগ্রাবাদ শাখার একটি ঋণখেলাপি মামলায় নগরীর জুবিলী রোডের কাশ্মির গার্মেন্টস লিমিটেডের দুই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা হলেন আব্দুল মমিন ও তার মেয়ে মাহিয়া বেগম। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়েছে। সে অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালে খেলাপি হওয়া ৮ কোটি ৭০ লাখ ২৬ হাজার ৫২৭ টাকা ঋণ আদায়ে ব্যাংকের পক্ষ থেকে মামলাটি করা হয়। এ পর্যন্ত উক্ত ঋণ পরিশোধ না হওয়ায় সুদ বাবদ ২ কোটি ১৬ হাজার ১০১ টাকা এবং আদালতের খরচ বাবদ যুক্ত হয় আরো ১ লাখ ৭২ হাজার ৭৭৩ টাকা। হিসেবে কাশ্মির গার্মেন্টসের কাছে এঙ্মি ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ১০ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৪২১ টাকা।

পূর্ববর্তী নিবন্ধঋণখেলাপি মামলায় ব্যবসায়ী কারাগারে
পরবর্তী নিবন্ধপ্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করলে ফার্মেসির লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী