গারাংগিয়া মাদ্রাসার ৩ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

গারাংগিয়ার কামিল মাদ্রাসার ৩ দিনব্যাপী মাহফিল গতকাল শনিবার সম্পন্ন হয়। এতে মোনাজাত পরিচালনা করেন গারাংগিয়ার পীর হযরত শাহ মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হক ছিদ্দিকী। মাহফিলে গারাংগিয়ার পীর বলেন, ইসলাম মানুষকে শান্তিপ্রিয়, বিনয়ী ও মহৎ গুণাবলীর অধিকারী হতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, যুগে যুগে পীরআউলিয়া ও দরবেশগণ এভাবেই শান্তির ধর্ম ইসলামের প্রচার প্রসারে কাজ করে গেছেন। শরীয়ত ও তরিকতের জিকির আযকার গুরুত্বের উপর আলোচনা করেন শাহ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক মজিদি। ৩ দিন ব্যাপী মাহফিলে গত ১৭ জানুয়ারি প্রধান অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আ... শামসুল ইসলাম। বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মহানগরীর আমীর আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অ্যডভোকেট ফরিদ উদ্দিন খান। বক্তব্য রাখেন প্রফেসর ড. ... আবদুল কাদের, . মাওলানা এনামুল হক মোজাদ্দেদী, . মাওলানা ছাবের আহমদ, শায়খ মাওলানা জামাল উদ্দিন, অধ্যক্ষ আবু ছালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, শায়খুল হাদিস হাফেজ শাহে আলম, ফানাফিল্লাহ বিন আজাদ, অধ্যক্ষ ফারুক হোসাইন, অধ্যক্ষ আবু মুছা খালেদ জামিল, শফিউল হক জিহাদী, . আবদুল কাদের নিজামী, অধ্যক্ষ শাহাদাত হোসাইন, উপাধ্যক্ষ মাহমুদুল হক ওসমানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুশাসন প্রতিষ্ঠায় পিআইডি, চট্টগ্রামে অংশীজনের সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের মানববন্ধন