সাতকানিয়ার গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার ৩ দিনব্যাপী বার্ষিক সভা ও ঈছালে সওয়াব মাহফিল গত শনিবার ফজরের নামাজের পূর্বে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিংবডির সভাপতি শাহাজাদা হযরত মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হক ছিদ্দিকী। বিভিন্ন দিবসে প্রধান অতিথি ছিলেন এম এ মোতালেব এমপি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ। অধ্যক্ষ মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় বিভিন্ন অধিবেশনে তকরির করেন সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী, ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী, ড. মাওলানা আ ক ম আবদুল কাদের, প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার, মাওলানা কামরুল ইসলাম সাইয়্যিদ আনচারী, ড. মাওলানা বিএম মুফিজুর রহমান আজহারী, প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক মোজাদ্দেদী, হাফেজ মাওলানা মুহাম্মদ শাহ আলম, মাওলানা মুহাম্মদ ইউচুপ বিন নুরী, শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ প্রমুখ। মাহফিল কমিটির আহ্বায়ক এটিএম রশিদ উদ্দীনের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরী, এসএম মাহবুবুর রহমান, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, মঈনুল ইসলাম, সাতকানিয়া চেয়ারম্যান সমিতির সভাপতি মুহাম্মদ আবু ছালেহ, সাতকানিয়া ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহজাদা মাওলানা মাহমুদুল হক মজিদী। প্রেস বিজ্ঞপ্তি।