গায়ে পুলিশের পোশাক গাড়িতে স্টিকার, ফেসবুকে ছবি দিয়ে যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

হিরোইজমের নেশা থেকে পুলিশের পোশাক পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন। পরে গাড়িতে স্টিকার লাগিয়ে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে গিয়ে ধরা পড়েন আসল পুলিশের হাতে। ঠাঁই হয় খুলশী থানায়। গ্রেপ্তার ইশতিয়াক হোসাইন তানভীর (২২) নগরীর খুলশী এলাকার বাসিন্দা। চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী তিনি।

ইশতিয়াক হোসেনের ফেসবুক আইডির টাইমলাইনে দেখা গেছে, গত ১১ জানুয়ারি তিনি পুলিশের পোশাক পরা ছয়টি ছবি আপলোড করেন। একটি জিপের সামনে তিনি বিভিন্ন ভঙ্গিতে তোলা এসব ছবি পোস্ট করেন।

পুলিশের পোশাক কীভাবে ইশতিয়াক পেলেন জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, তার সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার সম্পর্ক ছিল। ওই কর্মকর্তার দেহরক্ষীর পোশাক পরে তিনি ছবিগুলো তুলেছেন। আর র‌্যাংকব্যাজ লাগানো ক্যাপগুলো কীভাবে সংগ্রহ করেছেন, তা আমরা যাচাইবাছাই করে দেখছি। তার কাছ থেকে পাওয়া তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নগরীর খুলশী আবাসিক এলাকার এক ধণাঢ্য পরিবারের সন্তান ইশতিয়াকের বিরুদ্ধে খুলশী থানায় পুলিশ বাদী হয়ে একটি প্রতারণার মামলা রুজু করেছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ভোটের আগের দিন বোমা বিস্ফোরণে নিহত ২৬
পরবর্তী নিবন্ধট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের