গায়ে কেরোসিন ঢেলে ২ সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে দুই শিশু সন্তান নিয়ে গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত দুই শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশের সহায়তায়। ওই নারীর নাম আমেনা বেগম। তিনি দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একজন মহিলা সাথে থাকা দুই শিশু নিয়ে গায়ে কেরোসিন ঢালেন। একপর্যায়ে ম্যাচ দিয়ে আগুন লাগানোর চেষ্টা করলে প্রত্যক্ষদর্শীরা পুলিশ নিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। পরে পানি দিয়ে তাদের পরিস্কারপরিচ্ছন্ন করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খাগড়াছড়ির সদর থানার উপপরিদর্শক মিনহাজুর রহমান জানান, ওই নারী তার দুই শিশুসহ গায়ে আগুন দেয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠানো হয়। মহিলার ব্যাগে তল্লাশি চালিয়ে একটি বিষের বোতল ও লাইটার পায় পুলিশ।

আত্মহত্যা চেষ্টাকারী ওই নারীর অভিযোগ, নিজের স্বামীর দ্বারা প্রতারিত হওয়ার ঘটনায় গত ৬ দিন ধরে পুলিশের কাছে কোনো ধরনের সহায়তা পাননি তিনি। একপর্যায়ে নিরুপায় হয়ে দুই সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

তবে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ওই নারী যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়। উনাকে থানায় লিখিত অভিযোগ করতে বলেছিলাম। কিন্ত তিনি তা করেননি। লিখিত অভিযোগ না পাওয়ায় আমরা কোনো আইনগত ব্যবস্থা নিতে পারিনি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভার আগে ঘোষণা হতে পারে কমিটি