গায়ের রং নিয়ে মন্তব্য কটূক্তিকারীদের কড়া জবাব মাহির

| বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

সমপ্রতি ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে মেকআপ ছাড়া একদম সাদামাটা মাহিকে দেখা গেছে। ভিডিওটি দেখে অনেকে মাহির গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেছেন। বিষয়টি নজর এড়ায়নি মাহিরও। সামাজিকমাধ্যম ফেসবুকে কটূক্তিকারীদের কড়া জবাবও দিয়েছেন। মাহি লেখেন, মাঝেমধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। খবর বাংলানিউজের। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যানধারণা নিয়ে চলছি। আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে। মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তারপরও মাঝেমধ্যে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটিকয়েক মানুষই কেবল এমনটা করে থাকেন। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়। নিজের চেয়ে কাজের সমালোচনা করলে বেশি খুশি হন। বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরও শোধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই।

পূর্ববর্তী নিবন্ধঅরাজকতার মধ্যে যাব না শিল্পী সমিতি নির্বাচন প্রসঙ্গে রোজিনা
পরবর্তী নিবন্ধজায়েদ খানের সঙ্গে নির্বাচন করবেন না মিশা সওদাগর!