প্রয়াত লেখক-সাংবাদিক, গীতিকার আবদুল গাফফার চৌধুরীকে স্মরণ করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। গত বছর পরীমনিকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন গাফফার চৌধুরী; তাকে নিয়ে কবিতাও লিখেছিলেন তিনি। ৮৮ বছর বয়সী গাফফার চৌধুরী গতকাল বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান; তার মৃত্যুতে শোক জানিয়েছেন পরীমনি। তাকে নিয়ে লেখা ‘পরীমনি, তুমি কেঁদো না’ শিরোনামে কবিতাটি ফেসবুকে পোস্ট করে এ চিত্রনায়িকা লিখেছেন, আমি পেয়েছিলাম ঐ দুর্লভরে। মিলিবে কী আর…! মাদক মামলায় পরীমনিকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে সরব ছিলেন তিনি; লন্ডন থেকে মোবাইলে ফোনে বিভিন্ন সমাবেশে বক্তব্য দিয়েছেন তিনি। কলামও লিখেছেন। খবর বিডিনিউজের। অক্টোবরের দিকে একটি জাতীয় দৈনিকে পরীমনিকে কবিতাটি লিখেছিলেন গাফফার চৌধুরী; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত হয়েছিল।