গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

| সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ at ২:৪০ অপরাহ্ণ

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৪ নভেম্বর) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। পুলিশ জানায়, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় গতরাত ১২টা ৫ মিনিটের সময় ভাটারা থানার প্রগতি স্মরনী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. মহিববুল্লাহ। তিনি বলেন, গান বাংলা টিভির চেয়ারম্যান কৌশিক হাসান তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে। গুলি করার অভিযোগে এই মামলাটি করা হয় এবং এই মামলায় তিনি এজাহার নামীয় আসামি।

কৌশিক হাসান তাপসকে আজ আদালতে তোলা হবে বলে জানান তিনি।

ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যবসায়ী মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে থেকে গান বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে গান বাংলার তাপস। গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে আসামীদের ছোড়া গুলিতে বাদীর পেটে গুলি লাগে। গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে থেকে অপারেশনের মাধ্যমে তার পেটের গুলি বের করা হয়। পরে তার অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অপহৃত কৃষকরা মুক্তিপণ দিয়েই বাড়ি ফিরলো
পরবর্তী নিবন্ধআবারো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচটি শিক্ষার্থীদের