গান ছাড়ার ঘোষণা দিলেন নোবেল!

| বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৯:০৬ পূর্বাহ্ণ

হঠাৎ করেই গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন সময়ের আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার (১১ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এমন ঘোষণা দিয়েই বসলেন তিনি! নিজের ভেরিফায়েড পেজে একশ্রেণীর দর্শকদের ওপর আক্ষেপ থেকে এই ঘোষণা দিয়ে বসেন কলকাতার ‘সা রে গা মা’ খ্যাত নোবেল। কিন্তু সকালে সেই পোস্ট তার পেজে আর পাওয়া যায়নি। নোবেলের সেই পোস্টে কি ছিল, যার কারণে মুছে ফেলতে হলো? এমন প্রশ্ন অনেকের মনে জাগতেই পারে!
ক্যারিয়ারে আলোচনা যেমন পেয়েছেন নোবেল, দুই বাংলায় তারচেয়ে বেশি অর্জন করেছেন সমালোচনা। চমৎকার গায়কী তার। নিজেকে স্টাইলিশ হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন ভক্তদের মনে। কিন্তু নানা সময় নানা সমালোচিত বক্তব্য ও কর্মকাণ্ড তাকে সবার কাছেই বিতর্কিত করে তুলেছে।
এই বিতর্কের প্রতিক্রিয়া প্রকাশ করলেন তার পোস্টে। সেখানে নোবেল লেখেন, ‘দীর্ঘ ১১ মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেওয়ার প্রতিদান তোমরা ভালোই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্ট্যাটাস দিয়েছি। এই তো আমার দোষ। ভাবছি গান বাজনা ছেড়েই দেবো। ’
আনুমানিক রাত আড়াইটায় নোবেল ফেসবুকে স্ট্যাটাসটি দেন। এরপরই প্রচুর প্রতিক্রিয়া দেখা যায় পোস্টটি ঘিরে। যারা নোবেলের গানে আসক্ত, ভক্ত তারা দ্বিধায় পড়ে যান প্রিয় শিল্পীর বিদায়ী পোস্ট দেখে। তাদের অনেকেই নোবেলকে এমন পরিকল্পনা থেকে সরে আসতে বলেন। কিন্তু তার কোনো জবাবই দেননি নোবেল। সমপ্রতি নোবেলের কণ্ঠে মুক্তি পাওয়া ‘অভিনয়’ নামের একটি গান মুক্তি পেয়েছে। সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পাওয়া এই গানটি প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। সেই হতাশাও গ্রাস করে থাকবে নোবেলকে, ধারণা অনেকের।

পূর্ববর্তী নিবন্ধআবার দেখা হবে বন্ধু
পরবর্তী নিবন্ধসন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে ৭ উপায়