‘ভাদ্র ও আশ্বিন এ দুই মাস শরতের যৌবন। শরৎ আমাদের মাঝে বিভিন্ন উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে। শরতের ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। শরৎকালের প্রকৃতি হয় কোমল, শান্ত–স্নিগ্ধ, উদার। ক্ষণিকের জন্য মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়। নদী, বিল, পুকুর ও হাওরের স্বচ্ছ পানির বুকে শুভ্র শাপলার পাগল করা হাসি প্রেয়সীর হৃদয়কাড়া হাসির মতোই মনে হয়। শিশিরভেজা শিউলি ফুল অনুপম সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে হাসে। শাপলা, শালুক, পদ্ম, জুঁই, কেয়া আর কাঁশফুলের সৌরভে শরৎরানি তার বীণার তারে সুর বাজিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। এক কথায় অসাধারণ সৌন্দর্যে ভরপুর শরৎ।’ সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ আয়োজিত শরৎ সন্ধ্যার অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন। প্রতিবারের মতো এবারো আয়োজন করেছে শরৎ সন্ধ্যা ১৪২৭ বঙ্গাব্দের। গতকাল রাত ৮টায় গান, কবিতা ও কথামালায় অনুষ্ঠানটি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ফেসবুক পেইজে লাইভ অনুষ্ঠিত হয়। এতে যুক্ত ছিলেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী সুইট, সম্মিলিত সাংস্কৃতিক জোট কঙবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান করেন রত্না সরকার, নবনীতা চৌধুরী অনন্যা, শ্রাবণী গুহ রায়। আবৃত্তি করেন সায়ন্তন ভট্টাচার্য্য, আফিয়া শামা বৃন্তা ও সাবিদ বিন শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কঙবাজার জেলা সংসদের সভাপতি মো. খোরশেদ আলম ও সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক মনির মোবারক। প্রেস বিজ্ঞপ্তি।