‘অজর অমর অক্ষয়’ শিরোনামে বোধন আবৃত্তি পরিষদের ৩৭ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার শিশু–কিশোরদের আবৃত্তি, সংগীত, নৃত্য, শ্রুতিনাটক ও বিশিষ্টজনদের আগমনে মুখরিত হয়ে ওঠে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন। বোধনের ৩৭বছরের পথচলার বিভিন্ন সময়ের স্থিরচিত্র নিয়ে আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
কথামালা পর্বে অংশ নেন, ড. অনুপম সেন, নান্টু বড়ুয়া, খেলাঘরের রথীন্দ্রনাথ সেন, কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি ওমর কায়সার, উদীচীর শীলা দাশগুপ্তা, শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সজল চৌধুরী, উদীচীর ডা. চন্দন দাশ, সম্মিলিত আবৃত্তি জোটের ফারুক তাহের, বোধনের অ্যাড. নারায়ন প্রসাদ বিশ্বাস, কবি আশীষ সেন, শিক্ষিকা মার্গারেট মনিকা, রেহানা চৌধুরী, নাট্যনির্মাতা শাখাওয়াত শিবলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বোধনের অ্যাড. বিশ্বজিৎ দাশ ভুলু, কবি মালেক মোস্তাকিম, প্রফেসর মুজিব রাহমান, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, আবৃত্তিশিল্পী সেলিম ভূঁইয়া, সুপ্রিয়া চৌধুরী, প্রকৌশলী রাজীব দাশ, বনকুসুম বড়ুয়া, সুষ্মিতা চৌধুরী, কাবেরী সেনগুপ্তা, রোকসানা বন্যা, বোধন সভাপতি আব্দুল হালিম দোভাষ।
বোধনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উচ্চারক, দৃষ্টি, স্বপ্নতরী, স্বপ্নযাত্রী, বৈখরী, স্বদেশ, চবি আবৃত্তিমঞ্চ, একুশ, চট্টলা, প্রমিতি, ওডিসি অ্যান্ড ট্যাগর ডান্স মুভমেন্ট সেন্টার, তারুণ্যের উচ্ছ্বাসসহ বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় ছিলেন দেবলীনা চৌধুরী, মশিউর রহমান, স্মরণ ধর। নৃত্য পরিবেশন করেন আলোড়ন ডান্স একাডেমি। বোধন সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন হোসনে আরা নাজু, প্রজ্ঞা পারমিতা, লাভলী আক্তার নিশাত, ইলা বড়ুয়া, হিমানী মজুমদার। বোধন শিশু বিভাগের পরিবেশনায় লুৎফর রহমান লিটনের রচনায় হোসনে আরা তারিন ও সন্দীপন সেন একার নির্দেশনায় শ্রুতি নাটক ‘ভূতের যাদু’ পরিবেশিত হয়। এছাড়াও শিশুদের বৃন্দ পরিবেশনা ‘এ ছড়াটা অন্যরকম’ পরিবেশিত হয়।
গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সন্দীপন সেন একা। সঞ্চালনায় ছিলেন প্রণব চৌধুরী, মাইনুল আজম চৌধুরী, সুতপা মজুমদার, অরিত্র রোদ্দুর ধর। প্রেস বিজ্ঞপ্তি।