এসএসসি ৯৪ মীরসরাই চট্টগ্রামের বন্ধু ও তাদের পরিবারের প্রথম মিলনমেলা গত ৫ মে জোরারগঞ্জে অনুষ্ঠিত হয়। এতে ছিল গান, কবিতা, কথামালা, আনন্দ আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র।
অনুষ্ঠানে অতিথি ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন ও মীরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ। বিভিন্ন পর্বে সঞ্চালনায় ছিলেন নজরুল কবির চৌধুরী, মো. মজহারুল ইসলাম সরকার রনি, রাজন বড়ুয়া ও মীর হোসেন স্বপন।
এ সময় আয়োজক কমিটির সালাউদ্দিন আরিফ, মো. মহিউদ্দিন, অঞ্জন কুমার নাথ, মায়মুনা মুস্তারী, এমআই মাসুদ, জাহেদুল হাসান সোহাদ, মোশারফ হোসেন, আশ্রাফ হোসেন, আলতাফ হোসেন, নাঈম উদ্দিন, এরশাদুল কবীর চৌধুরী, শাহাদাৎ রিপন, মো. আলতাফ, প্রফেসর নুরুল আবসার সেলিম, বোরহান, মো. মইনুল ইসলাম আলম, নাজিম উদ্দীন, বোরহান উদ্দিন, মিঠু নাথ, মো. বোরহান, নুরউদ্দিন, তাহমিনা নাজনিন, কনা রাণী, সাহেদা আক্তার, জাবেদ পলাশ, কামরুল, শেখ ফরিদ, সিরাজ, আইনুল, রতন, ইমরান, কামরুল, আলাউদ্দিন প্রমুখ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
শেখ বোরহান উদ্দিনের তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রেমসুন্দর বৈষ্ণব, নীলিমা, লাভলু ও সুইটি। সমাপনী বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক এটিএম রেদোয়ান বারী। প্রেস বিজ্ঞপ্তি।