গানে ন্যানসি কন্যার অভিষেক

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৭:১২ পূর্বাহ্ণ

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। তার কন্যা রোদেলাও গানে বেশ পারদর্শী। তিনিও নিয়মিত গানের চর্চা করেন। এবার রোদেলা গাইবেন অস্ট্রেলিয়াভিত্তিক বাংলা অনলাইন টেলিভিশন বাসভূমিতে। এর মাধ্যমে ন্যানসি কন্যা রোদেলা প্রথমবারের মতো একক গান ও আড্ডায় অংশ নিতে যাচ্ছেন। আকিদুল ইসলামের উপস্থাপনায় আগামী ৮ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টা এবং অস্ট্রেলিয়ার স্থানীয় সময় রাত ৯টায় বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কে বাসভূমি কর্ণধার আকিদুল ইসলাম বলেন, ন্যানসি দেশের একজন মেধাবি ও গুণী শিল্পী। বাংলা গানে তার মেয়ের অভিষেক একটি বড় বিষয়। আমাদের টেলিভিশনের মাধ্যমে প্রথম একক গান গাইবেন এটা আমাদের কাছে ভালো লাগার। আশা করছি, রোদেলার অভিষেক শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধশুভর নতুন গান ‘ইচ্ছে’
পরবর্তী নিবন্ধপ্রিয়াঙ্কার নতুন মিশন