গানে গানে বৈষম্যবিরোধী শিল্পী সমাজের তহবিল সংগ্রহ

| শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৫:০৩ পূর্বাহ্ণ

জামাল খানস্থ ডা. খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের সামনে দুস্থ ও বন্যা দুর্গত মানুষদের সহযোগিতার লক্ষে সাউন্ড টাচ সিটিজির আয়োজনে বৈষম্যবিরোধী শিল্পী সমাজ চট্টগ্রাম জেলার সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সঙ্গীতাঙ্গনের গুণী শিল্পী মিউজিশিয়ানরা এতে অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক তানভির আহমেদ রুবেল, কণ্ঠশিল্পী রিয়াজ ওয়াইজ, বৈষম্য বিরোধী শিল্পী সমাজ চট্টগ্রামের আহ্বায়ক কণ্ঠশিল্পী মুহাম্মদ মাজহারুল ইসলাম মনজু, সচিব কণ্ঠশিল্পী নুসরাত জাহান চাঁদনী, যন্ত্রশিল্পী রাজিব দাশ, যন্ত্রশিল্পী সুমন মজুমদার, যন্ত্রশিল্পী প্লাবন হাজারি, যন্ত্রশিল্পী মো. আয়াত উল্লাহ এবং যন্ত্রশিল্পী প্রবীর দত্ত সাজু, যন্ত্রশিল্পী আবুল কালাম আজাদ, যন্ত্রশিল্পী লিখন, কণ্ঠশিল্পী হিমেল মন্ডল, কণ্ঠশিল্পী মোহনা বিশ্বাস, যন্ত্রশিল্পী মোহাম্মদ জসিম, কণ্ঠশিল্পী রনি দাশ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করা হয়। উল্লেখ্য, গত ২৪ আগস্ট ফটিকছড়ির ৮ নং ওয়ার্ড পাইন্দং বন্যা দুর্গত এলাকায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে সংগঠনটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পানিবন্দী তিন হাজার হেক্টর জমি থেকে যাবে অনাবাদি
পরবর্তী নিবন্ধদেশের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত