গানে গানে তব বন্ধন যাক টুটে

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪৪ পূর্বাহ্ণ

সঙ্গীততীর্থের ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে ‘গানে গানে তব বন্ধন যাক টুটে’ শীর্ষক দুই দিনব্যাপী রবীন্দ্রসংগীত সন্ধ্যা ও কর্মশালা সম্প্রতি নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের বেশ কয়েকটি গান নিয়ে সাজানো হয় এই আয়োজন। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সংগীত ‘গানে গানে তব বন্ধন যাক টুটে’ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীততীর্থের আহ্বায়ক অ্যাডভোকেট প্রতীক দেব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, রবীন্দ্রসঙ্গীত শিল্পী শীলা মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক, রবীন্দ্র সংগীতশিল্পী আজিজুর রহমান তুহিন।

সঙ্গীততীর্থের পরিচালক শান্তা গুহ’র পরিচালনায় অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীততীর্থের শিক্ষার্থীরা। পরে সংগীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক অতিথি শিল্পী আজিজুর রহমান তুহিন। অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তিশিল্পী ও উপস্থাপক প্রবীর পাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুব বিশ্বকাপে ভারতের গ্রুপে পড়েছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার