গানে কবিতায় বর্ষাবরণ

| শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

আষাঢ়ের প্রথম দিনে নগরীর শিল্পকলা একাডেমিতে গানে কবিতায় বর্ষাবরণ করে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’। গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা হয় নন্দিত সংগীতশিল্পী শ্রেয়সী রায়ের কন্ঠে বর্ষার গানের মধ্য দিয়ে। এরপর বর্ষাকথনে অংশ নেন শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম এবং জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মোসলেম উদ্দিন সিকদার। স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। কথামালা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আবৃত্তিশিল্পী কারিশমা কবির ঐশীর সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখা। সৌরভী নাথের নির্দেশনায় দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যময়ী একাডেমি। এরপর গান কবিতার যুগলবন্দীতে বর্ষা আবাহন করেন শিল্পী শ্রাবণী দাশগুপ্তা এবং সেজুতি দে। অনুষ্ঠানে দ্বৈত আবৃত্তি করেন এ এফ ফাহিম ও সাফা মারওয়া এবং রাহুল ঘোষ দস্তিদার ও আনিকা ইবনাত সূচি। বর্ষার কবিতার ত্রয়ী আবৃত্তিতে ছিলেন ভূবন দাশ, অঝর চৌধুরী ও বর্ণ সরকার।

আবৃত্তিশিল্পী মৌ দত্তের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নববর্ষা কবিতাটি আবৃত্তি করেন অপর্ণা দাশগুপ্তা, পূর্ণিমা লালা, রূম্পা বিশ্বাস, ঊর্মি নন্দী, ও চিংকু রানী শীল। শারমিন মুস্তারী নাজুর নির্দেশনায় ‘মেঘ বলেছে যাবো যাবো’ শিরোনামের বৃন্দ প্রযোজনায় অংশ নেন রাজেশ্বরী চৌধুরী, সুষ্ময় পাল শুভ, পায়েল বিশ্বাস, প্রজ্ঞা লাবনী ও নিলয় পাল। তারুণ্যের উচ্ছ্বাস শিশু বিভাগের শিল্পীরা রাজেশ্বরী চৌধুরীর নির্দেশনায় সমবেত কন্ঠে পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতাটি।

এছাড়া একক সংগীত পরিবেশন করেন শিল্পী আল তুষি, আনিকা চৌধুরী, মৌ দত্ত, অনামিকা দাশ, পিয়া চৌধুরী এবং পুনম নাথ। ছোটদের দলীয় ও দ্বৈত পরিবেশনায় অংশ নেয় শান বড়ুয়া, জেনি বড়ুয়া, ত্রয়ী পান্থ, তৃধা পান্থ, সকাল চৌধুরী, স্বাগত দাশ, প্রযুক্তি দাশ, দেবজিত বিশ্বাস, কাজী আকসা নাজাকা, সামিরা তাসনিম, অমৃতা দেব, দ্বিপান্বীতা আইচ কথা, বিরাজ রায়, সন্দীপন দেবনাথ, কেয়াশা ধর, অপরাজিতা দাশ প্রমুখ। সহযোগিতায় ছিলো জেলা শিল্পকলা একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাবানা, তারকাদের তারকা
পরবর্তী নিবন্ধকারিতাসের উদ্যোগে মতবিনিময় সভা