প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড তারকা তানজির তুহিন। দুই দশকের বেশি সময় ধরে সুর সংগীতে শ্রোতাদের মাতিয়ে চলেছেন তিনি। এখন আর গানে নিয়মিত নন তিনি। কালেভদ্রে দেখা যায় নতুন গানে। দেশের বর্তমান পরিস্থিতি, নতুন সরকারের কাছে প্রত্যাশা ও বিপর্যস্ত সংগীত অঙ্গন নিয়ে কথা বলেছেন তিনি। খবর বাংলানিউজের।
এমন সুন্দর একটি দিনের অপেক্ষায় ছিলেন জানিয়ে তানজির তুহিন বলেন, আমাদের সুন্দর একটি দিন চলে এসেছে। এখন আমরা নতুন করে দেশটা সাজানোর স্বপ্ন দেখতে পারি। যেসব বাচ্চারা আমাদের এই পথে নিয়ে এসেছে তাদের স্বপ্নগুলো পূরণ করা হবে আমাদের প্রথম কাজ। তিনি বলেন, সবাই মিলে সুন্দর একটি দেশ গড়ব। আমরা সুখ চাই, শান্তি চাই। সুস্থ কাজের পরিবেশ চাই। আমাদের দেশের মানুষ অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি প্রতিভাবান। আমাদের অনেক শক্তিশালী মানুষ বিদেশে চলে গেছে। কারণ, এই দেশ তাদের ঠিক মতো যত্ন করতে পারেনি। আমরা চাই শক্তিশালী আর কোনো মানুষ যেন দেশ ছেড়ে চলে না যায়। দেশটাকে আরও বড় করে তুলতে চাই। আরও শক্তিশালী করে তুলতে চাই। যোগ করে গায়ক বলেন, এজন্য আমাদের যে দেশ দরকার সেরকম একজন সরকার দিতেই হবে। না হলে আমরা বারবার রাস্তায় নামব। সরকারের মেয়াদ ৫ থেকে ৬ বছর হওয়া উচিত। কারণ তারা শক্তিশালী ভাবে একটা গাইডলাইন তৈরি করে দিয়ে যাক। সেই গাইডলাইন যদি শক্তিশালী হয় তাহলে এরপর থেকে কোনো পালানো সরকার আর আসবে না।