‘অনেক সাধনার পরে আমি’, ‘কতদিন দেহি না মায়ের মুখ’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’– এমন অসংখ্য কালজয়ী গানের শিল্পী খালিদ হাসান মিলু। গত বুধবার ছিল গায়কের ১৮তম প্রয়াণ দিবস। ২০০৫ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা গানের ‘স্বর্ণকণ্ঠ’খ্যাত এই কণ্ঠশিল্পী। সশরীরে খালিদ হাসান মিলু আমাদের মাঝে নেই।
কিন্তু গানের গানেই বেঁচে আছেন, থাকবেন আজীবন। ১৯৮০ সালে তার সঙ্গীত জীবন শুরু হয় খালিদ হাসান মিলুর। তিনি ১৯৯৪ সালে ‘হৃদয় থেকে হৃদয়’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন। খালিদ হাসান মিলু ১৯৬২ সালে ৩ এপ্রিল পিরোজপুরের আদর্শপাড়াতে জন্মগ্রহণ করেন। মিলুর বাবা মোদাচ্ছের আলী মিয়া ছিলেন স্থানীয় ‘গুনাইবিবি’ পালা গানের সঙ্গে জড়িত। খবর বাংলানিউজের।