এক বছরের বেশি সময় পর গান গাইতে মঞ্চে উঠেছিলেন দেশের কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, সেই মঞ্চেই অসুস্থ হয়ে তাকে যেতে হল হাসপাতালে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন সাবিনা ইয়াসমিনের আত্মীয় জাহাঙ্গীর সায়ীদ। গতকাল শুক্রবার রাত সোয়া ১২টায় সাবিনা ইয়াসমিনের ফোন নম্বরে কল করা হলে জাহাঙ্গীর ফোন ধরেন। তিনি বলেন, আপাকে বাসায় আনা হয়েছে, এখন ঘুমাচ্ছেন। শারীরিক অবস্থাও এখন ভালো আছে। খবর বিডিনিউজের।
০এক বছরের বেশি সময় হল গানের মঞ্চে নেই সাবিনা ইয়াসমিন। দীর্ঘ সময় গায়িকা বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ তার শরীরে ক্যান্সার ফিরে এসেছিল। চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফিরেছেন তিনি। গত ২২ জানুয়ারি সাবিনা ইয়াসমিন নিজেই বলেছিলেন, ঢাকা ও চট্টগ্রামে একাধিক অনুষ্ঠানে গাইবেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বনানীর একটি হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকবো’ অনুষ্ঠানে গাইছিলেন এ শিল্পী। গান গাইতে গাইতেই মঞ্চে পড়ে যান।
সংগীতশিল্পী দিঠি আনোয়ার বলেন, মঞ্চে টানা ১২টার মত গান করেছেন, পরে হুট করেই পরে যান। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবারও একই মঞ্চে গান করার কথা ছিল সাবিনা ইয়াসমিনের। সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানান দিঠি আনোয়ার। সাবিনা ইয়াসমিন প্রথম দফায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ২০০৭ সালে। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আর গানে ফিরেছিলেন। মাঝের বছরগুলোয় কেবল দেশে নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে স্টেজ শো করেছেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে ফের সাবিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে। দেশের পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমেও প্রকাশ হয়েছিল সেই খবর। পরে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় সিঙ্গাপুরে তার চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছিলেন সাবিনা। বলেছিলেন, গতবছর ৭ ফেব্রুয়ারি তার দাঁতে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। তারপর পুরোপুরি সুস্থ হতে তাকে অনেকগুলো রেডিওথেরাপি নিতে হয়েছে।
কিছুদিন আগে সাবিনা ফিরে এসেছেন ঢাকায়। এর মধ্যে গত ৪ জানুয়ারি ঢাকাই সিনেমার অভিনেত্রী অঞ্জনা রহমানের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গনে নেওয়া হলে, সেখানে গিয়েছিলেন সাবিনা। ছেলেবেলার বান্ধবী অঞ্জনাকে নিয়ে পুরনো স্মৃতি সেদিন সাবিনা তুলে ধরেন সংবাদকর্মীদের সামনে। সাবিনার জন্ম ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর, ঢাকায়। পৈতৃক নিবাস সাতক্ষীরায়। বেড়ে উঠেছেন সংস্কৃতিমনা পরিবারে। বাবা লুতফর রহমান ও মা মৌলুদা খাতুনও গানের সঙ্গে যুক্ত ছিলেন। সাবিনার পাঁচ বোনের মধ্যে ফরিদা ইয়াসমিন, ফওজিয়া খান, নীলুফার ইয়াসমিনও গানের জগতের মানুষ।