দীর্ঘ বিরতির পর আবারও ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে জুটি হতে দেখা যাবে ফেরদৌস ও তারিনকে। ইত্যাদির রোজার ঈদের বিশেষ অনুষ্ঠানে তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো’ গানে ঠোঁট মিলিয়েছিলেন এই দুই জনপ্রিয় তারকা। জানা যায়, গানের গল্পে তিন সময়ের ঈদের কথা উঠে এসেছে। সমপ্রতি মিরপুরে বোটানিক্যাল গার্ডেনসহ আরও কয়েকটি লোকেশনে এর দৃশ্য ধারণ শেষ হয়েছে।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, গানের কথা অসাধারণ। তরুণ অবস্থায়, সন্তান হওয়ার পর কেমন কাটে ঈদ এবং বয়স্ক অবস্থার ঈদের কথা উঠে এসেছে গানে। পরিবেশনাটি দর্শকের মন ভরাবে-এ আশা করাই যায়। তারিন বলেন, ফেরদৌস ভাইয়ের সঙ্গে আবারও ঈদ ইত্যাদিতে অংশ নিতে পেরে ভালোই লাগছে।
বিনোদনের পাশাপাশি মিউজিক্যাল স্কিডটিতে বক্তব্য রয়েছে। গানে গানে বাবা-মায়ের ঈদের তিনটি সময়কে দেখানো হয়েছে। আশা করছি পরিবেশনাটি দর্শকের ভালো লাগবে।