দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘নগর বাউল’-এর কর্ণধার ও ভোকালিস্ট মাহফুজ আনাম। সবার কাছে যিনি ‘জেমস’ নামে পরিচিত। কিংবদন্তি এই রকস্টার ভক্তদের কাছে ‘গুরু’ নামেও পরিচিত। বাংলা গানের বিশাল জায়গা জুড়ে দখল জেমসের। দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের জনপ্রিয় তারকা এখন জেমস। খবর বাংলানিউজের।
তার সাফল্যের চূড়ায় অবস্থানের পথটা মোটেই সহজ ছিল না। জেমসের সংগীত জীবনের শুরুটা ছিল কঠিন ও সংগ্রামের। এই গানের জন্যই বাড়ি ছাড়তে হয়েছিল জেমসের। ১৯৬৪ সালে নওগাঁয় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। সেই সূত্রে দেশের বিভিন্ন স্থানে পরিবারের সঙ্গে থাকতে হয়েছে তার। ছেলেবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে জেমসের। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় হাতে তুলে নিয়েছিলেন গিটার। গানের প্রতি প্রচন্ড আকর্ষণ থাকায় জেমসের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। তাই গান করা নিয়ে প্রচন্ড আপত্তি তার বাবার ছিল। নাইনে পড়া অবস্থায় বাবা যখন বুঝলেন ছেলের আর পড়াশোনা সম্ভব নয়, তখন ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো জেমসকে। কিশোর বয়সে চরম বাস্তবতার মুখে জেমসের ঠাঁই হলো বোর্ডিংয়ে। তখন পরিবারের সঙ্গে চট্টগ্রামের থাকতেন জেমস। বাড়ি থেকে বেরিয়ে এই নগরের ১২ বাই ১২ স্কয়ার ফিটের আজিজ বোর্ডিংয়ে শুরু হলো জেমসের নতুন জীবন। নিজের ঘর গানের জন্য পর হয়েছে কিন্তু হার মানেননি জীবন সংগ্রামে। স্বপ্নের পথে জীবনের হালটা শক্ত করেই ধরেছিলেন তিনি। বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ব্যান্ড ‘ফিলিংস’। সেসময় সারাদিন গান তৈরিতে কেটে যেত তার।