গাদ্দাফির ছেলের স্বপ্ন শেষ

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফির প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন আপাতত শেষ। গতকাল বৃহস্পতিবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন সাইফ সাদ্দাফির মনোনয়নপত্র বাতিল করেছে। তারা জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নেই সাইফ গাদ্দাফির। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। দেশটির নির্বাচন কমিশন বলছে, অপরাধমূলক কাজের জন্য সাইফ গাদ্দাফির শাস্তি হয়েছে। তাই তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না। শুধু সাইফ একা নন, মোট ২৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে কমিশন। তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক দলের প্রধানও আছেন। তারা অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে লিবিয়ায় বিদ্রোহ হয়েছিল। সেসময় গাদ্দাফিপুত্র যুদ্ধাপরাধ করেছিলেন বলে অভিযোগ ওঠে। ২০১৫ সালে তিনি দোষী সাব্যস্ত হন এবং তার মৃত্যুদণ্ড হয়। সাইফ গদ্দাফি অবশ্য দাবি করেন, তিনি নির্দোষ।

পূর্ববর্তী নিবন্ধকুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করছে দক্ষিণ কোরিয়া
পরবর্তী নিবন্ধপ্রথম দিনেই পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী