গাড়ি বিক্রিতে টেসলার সঙ্গে পাল্লা দিচ্ছে চীনের বিওয়াইডি

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

গত বছরের শেষের দিকে বিক্রি বেড়েছে চীনা গাড়ি নির্মাতা বিওয়াইডি’র। ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুচ্চালিত বা ইভি বিক্রিতে টেসলার সঙ্গে এখন হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা করেছে কোম্পানিটি। খবর বিডিনিউজের।

বিওয়াইডি বলেছে, ডিসেম্বরে ২ লাখ সাত হাজার ৭৩৪টি ইভি বিক্রি করেছে তারা। ফলে কোম্পানিটির বার্ষিক মোট ইভি গাড়ির বিক্রি পৌঁছেছে ১৭ লাখ ৬০ হাজারে। গ্রাহকদের ইভি গাড়ি কিনতে আকৃষ্ট করেছে কোম্পানির দেওয়া ভর্তুকি ও ছাড়। সপ্তাহের শেষে অর্থাৎ বৃহস্পতিবার নিজেদের তৃতীয় প্রান্তিকের ইভি গাড়ি বিক্রির পরিসংখ্যান ঘোষণার কথা রয়েছে টেসলার। আগের প্রান্তিকে বিওয়াইডি’র চেয়ে ইভি গাড়ি বিক্রিতে টেসলা এগিয়ে থাকলেও শেনঝেনভিত্তিক কোম্পানিটি এ ব্যবধান কমিয়ে আনছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। ২০২৪ সালে বিওয়াইডির মোট গাড়ি বিক্রি বেড়েছে ৪১ শতাংশেরও বেশি। বিক্রির জোয়ার তৈরি হয়েছে মূলত হাইব্রিড গাড়ির বিক্রি বেড়ে যাওয়ার কারণে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০১.০৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত, চালক নিহত