গাড়ি থামিয়ে গিয়াস কাদেরের কর্মী-সমর্থকদের মারধর

চুয়েট শিক্ষার্থীসহ কয়েকজন আহত

রাউজান প্রতিনিধি | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

রাউজানে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমাবেশ থেকে ফেরার পথে কর্মীসমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা এ হামলা করেছে বলে দাবি করেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা। এতে আহত হয়েছেন শাহাদত নামের এক চুয়েট শিক্ষার্থী (বিএনপি কর্মী) সহ কয়েকজন বিএনপি নেতাকর্মী। গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণহাট এলাকায় এ ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী উত্তর জেলা ছাত্রদল নেতা ছোটন আজম অভিযোগ করে বলেছেন, গোলাম খোন্দকারের অনুসারীরা এই ঘটনায় জড়িত। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ।

হামলার শিকার বিএনপির কর্মীরা বলেন, নোয়াপাড়ার সমাবেশে শেষে নেতাকর্মীরা কাপ্তাই সড়ক পথে পূর্বদিকে গাড়ি করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন। সন্ধ্যায় ব্রাহ্মণহাট এলাকায় সড়কের উপর অস্ত্রধারীরা দাঁড়িয়ে তাদের (গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর) কর্মীসমর্থকদের গাড়ি থামিয়ে তল্লাশি করতে থাকে। এসময় তারা গুলি ছুড়ে। গাড়ি তল্লাশি করে পরিচিত যাকে পেয়েছে তাকে ধরে সমাবেশে যোগাদান করার অপরাধে মারধর করেছে।

স্থানীয় জনসাধারণ জানান, রাউজানে বিএনপির দুই কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এলাকার নিয়ন্ত্রণ রাখা নিয়ে প্রায় সময় সংঘর্ষ চলছে। বিভিন্ন সময় দুই পক্ষের গোলাগুলির ঘটনায় পথচারীসহ উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন।

এ বিষয়ে রাউজান থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আক্রমণকারীরা পালিয়ে যায়। কয়েকজনকে মারধরের কথা শুনেছি। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, খবর নিয়ে জেনেছি গুলি নয় কয়েকটি ফটকার আওয়াজ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধধোপাছড়িতে দিনেদুপুরে অস্ত্র হাতে অর্ধশতাধিক পাহাড়ি সন্ত্রাসীর মহড়া
পরবর্তী নিবন্ধবড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু