গাড়ি চালককে বেধড়ক মারধর, দুইজনকে কুপিয়ে জখম

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের কাণ্ড1

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

বান্দরবানে চাঁদা না দেওয়ায় এক গাড়ি চালককে বেধড়ক মারধর করে হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। একই সাথে অপর দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গত ১৮ নভেম্বর সংঘটিত ওই ঘটনার কথা গতকাল বুধবার বিকালে হামলার শিকার মো. বেলাল নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় রকি গ্রুপ এ হামলা চালিয়েছে।

আহতরা হলেন, বান্দরবান সুয়ালক ইউপির ২নম্বর ওয়ার্ড মধ্যম কাইচতলী এলাকার মো. বেলাল (৪০), মো.রিদুয়ান (২৯) ও মো. রুবেল (২৬)। অভিযুক্তরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের রকি বড়ুয়া (২৫), মো. ফারুক (২২) শফিউল আলম (২৫), মো. পারভেজ (২২), মো. আমিন (২৫), বশর (২৫) সহ ২৩ জন।

স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী বাজালিয়া এলাকার রকি বড়ুয়ার একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে সুয়ালক ইউনিয়নের কাইচতলি, বান্দরবান বিশ্ববিদ্যালয় ও প্রান্তিক লেকসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। কেউ চাঁদা না দিলে তারা হামলা চালাচ্ছে। তাদের সন্ত্রাসী কার্যক্রমে নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী।

সর্বশেষ গত ১৮ নভেম্বর দুপুর দেড়টায় সদর উপজেলার মধ্যম কাইচতলি মতিনের বাড়ির সামনে রকি বড়ুয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ২০২৫ জনের একটি দল বেলালের ওপর হামলা চালায়। তারা বেলালের ডান হাতের হাঁড় ভেঙে দেয়। এ সময় বেলালকে বাঁচাতে গেলে রিদুয়ান ও রুবেল নামে আরও দুই জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, আহত বেলাল লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাইজ প্রকল্প পরিদর্শনে মমতার প্রধান নির্বাহী
পরবর্তী নিবন্ধটেক্সি চালকের সাথে কথা কাটাকাটি, পরদিন সংঘর্ষে আহত ৪