চট্টগ্রামের লোহাগাড়ায় গাড়ি মেরামত করার সময় সেই গাড়িতেই চাপা পড়ে মুহাম্মদ তারেকুল ইসলাম (২৩) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) বিকাল দেড়টার সময় উপ জেলার পশ্চিম কলাউজান বাংলা বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত মুহাম্মদ তারেকুল ইসলাম উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহচাঁন্দা এলাকার মৃত নুরুল কবিরের পুত্র।
স্থানীয় সূত্রমতে, পশ্চিম কলাউজান বাংলা বাজারের দক্ষিণে বাহাদুর পাড়া ব্রিকস ফিল্ডের পাশের রাস্তায় জিপ গাড়ির চাকা নষ্ট হওয়ায় চাকা পাল্টাচ্ছিল গাড়ির হেলপার। চাকা খুলে স্ট্যান্ডিং জগের উপর গাড়ি দাঁড়ানো অবস্থায় চাকার নাট বল্টু চেক করার জন্য গাড়ির নিচে ডুকে তারেক, হঠাৎ জগ স্লিপ করে গাড়িটি দেবে যায় এবং তারেক গাড়ির নিছে চাপা পড়ে স্পটেই তার মৃত্যু হয়।
পরে লোহাগাড়া থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা, পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।