চট্টগ্রাম শ্রম আদালতের প্রাক্তন সদস্য মরহুম এম.এ সবুর এর জ্যৈষ্ঠ পুত্র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জি. এম. আইয়ুব খানের বড় ভাই পাঁচলাইশ বুদাগাজী জামে মসজিদের মোতোয়াল্লি গাজী মোহাম্মদ নাছির উদ্দিন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, ভাই–বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল রোববার বেলা ২টায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ডস্থ হামিদপুর বুদাগাজী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় রাজনীতিক, পেশাজীবী, সমাজকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।