রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগরের বাসিন্দা গাজী দোস্ত মোহাম্মদ (৭৫) গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না–লিল্লাহ….রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার বাদ জোহর মুরাদনগর জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।