গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার কৃতী শিক্ষার্থী পেল সম্মাননা

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

গাজী কে.ডি ফাউন্ডেশন ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। “এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫” শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কৃতিত্ব উদযাপন করা হয়। পটিয়ার মিনা কনভেনশন হলে আয়োজনটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শুধুমাত্র পড়াশোনা নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত ভালো মানুষ হওয়া। জ্ঞান এবং মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীরা আগামী দিনের দায়িত্বশীল নাগরিক ও নেতা হিসেবে নিজেকে তৈরি করবে। সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রেনকন এফসি প্রপার্টিজ লিমিটেডএর সিইও তানভীর শাহরিয়ার রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নছরুল কদির, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দীন আহাম্মেদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্‌বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন আশরাফ ইফতি, এটিএম ফাউজুল কবির, কাজী হেলাল উদ্দীন, সাঈদ উদ্দীন সাব্বির, কাজী মোজাম্মেল হক, মোহাম্মদ ইব্রাহীম, তামজিদ উদ্দীন, সাজিদ বিন দিদার, তন্ময় চৌধুরী, হুমায়ুন কবির রাহাত এবং মো. সাঈদ হামিদসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা। তাদের উদ্যোগ এবং সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়। এতে গাজী কে.ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, “আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের কৃতিত্ব উদযাপন করা এবং তাদের আগামী দিনের নেতৃত্বে প্রস্তুত করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেলানীর ছোট ভাই নিয়োগ পেলেন বিজিবিতে, স্বজনদের স্বপ্ন পূরণ
পরবর্তী নিবন্ধপ্রবাসীরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে