গাজী কারাতে ক্লাবের সাফল্য

| মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

৪র্থ সিতোরিউ কারাতে প্রতিযোগিতা গত ২৫ অক্টোবর ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হয়। সিতোরিও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কারাতে রেফারিদের অভিভাবক মোস্তাফিজুর রহমানের সার্বিক সহযোগিতায় এতে গাজী কারাতে ক্লাবের কোচ মো. ইউনুছ গাজীর নেতৃত্বে কারাতেকা মানহা গোল্ড, রাজন সিলভার, তাসনিম সিলভার, জাওয়াত সিলভার, রাহিল সিলভার, জুহি ব্রোঞ্জ, তাহমিদ ব্রোঞ্জ, ফারহান ব্রোঞ্জ সামি ব্রোঞ্জ পদক অজন করেন। এতে চট্টগ্রাম থেকে রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল হান্নান (কাজল), নুরজাহান শামীমা, মো. ইউনুছ গাজী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির আঞ্চলিক উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধএস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের ফুটবল অনুশীলন শুরু