গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে খুন

| শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

গাজীপুরে নগরে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে একদল লোক। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বাসন থানার ওসি শাহীন খান।

নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। খবর বিডিনিউজের।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বিকালে তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে লাইভ করেন। পরে রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা’। রাত সোয়া ৮টার দিকে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে সবার সামনে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি শাহীন খান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধভারী বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নাজিরহাট রেল লাইন
পরবর্তী নিবন্ধদক্ষিণপন্থিও না, উত্তরপন্থিও না, বিএনপি মধ্যপন্থি