গাজীপুরে লোহাগাড়ার চিকিৎসক নিহত

পিকআপ-বাইক সংঘর্ষ

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিশুক ভট্টাচার্য্য (৩৮) নামে লোহাগাড়ার এক চিকিৎসক নিহত হয়েছেন। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার প্রয়াত পল্লী চিকিৎসক পিন্টু ভট্টাচার্য্যের ছেলে এবং প্রয়াত লাল মোহন ভট্টাচার্য্য প্রকাশ লালু ডাক্তারের নাতি।

জানা যায়, গত সোমবার রাতে মিশুক ভট্টাচার্য্য তার কর্মস্থল থেকে দায়িত্ব পালনের পর বাইকযোগে বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে কালীগঞ্জগোড়াশাল সড়কের বাঘের পাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি বাইক থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা উত্তম ভট্টাচার্য্য জানান, মিশুক ভট্টাচার্য্য একজন পুত্র সন্তানের জনক এবং তার স্ত্রীও চিকিৎসক। বর্তমানে তারা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছিলেন। পেশাগত জীবনে মিশুক নরসিংদীর পলাশ উপজেলায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা দিতেন।

আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ জানান, মঙ্গলবার (গতকাল) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ গ্রামে তার বাড়িতে পৌঁছে। একইদিন বিকেলে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আধুনগর পালপাড়া কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরের কয়েকটি গির্জা ও স্থাপনা পরিদর্শনে সিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধপটিয়ায় নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, প্রাণ গেল শ্রমিকদল নেতার