গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আড়িখোলা ও ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান। নিহতরা হলেন, ওই এলাকার কমলা বেগম (৫৫), তার নাতি অনাদী (১১) এবং প্রতিবেশী সাদিয়া বেগম (২৫)

রেলওয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো কমলা বেগম তার নাতি অনাদী ও প্রতিবেশী সাদিয়াকে নিয়ে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ট্রেন চলে এলে তিন একে অপরকে বাঁচানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই কমলা বেগম ও অনাদি মারা যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। খবর বিডিনিউজের।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আড়িখোলা রেলব্রিজ ও দেয়ালটেকমুখী সড়কের মাঝামাঝি অংশের রেললাইন দিয়ে তারা হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছনের লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস এবং অপর লাইনে ঢাকাগামী তিতাস এক্সপ্রেস ট্রেন চলে আসে। সামনে থাকা তিতাস এক্সপ্রেস ট্রেন দেখতে পেয়ে তারা অন্য লাইনে তারা হাঁটতে থাকে। কিন্তু ওই লাইনের পেছন দিক থেকে আসা উপকূল ট্রেনে কাটা পড়েন তারা।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই লাশ হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দর থেকে বেরিয়ে নিলেন দেশের মাটির স্পর্শ
পরবর্তী নিবন্ধএক নজর দেখছি, তাতেই খুশি